Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

এক লিটার দুধ ১৩ হাজার টাকা

জুমার নামাজের আগে মসজিদে দান করা এক লিটার দুধ নিলামে উঠানো হয়। ক্রেতাদের হাঁক-ডাক শেষে ১৩ হাজার টাকায় সেই দুধ কিনে গরীবের মাঝে বিলিয়ে দেন স্থানীয় যুবক মনিরুজ্জামান দূর্জয়।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, একজন কৃষক ওই মসজিদে এক লিটার দুধ দান করেন। সেই দুধ জুমার নামাজের আগে নিলামে উঠান মসজিদ পরিচালনা কমিটি। দুধ কিনতে প্রথমে ২০০ টাকা দাম হাঁকান এক মুসল্লি। পরে আরও চার থেকে পাঁচজন দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু করেন। শেষে ১২ হাজার টাকা দাম হাঁকান মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া। সেই দাম ছাড়িয়ে ১৩ হাজার টাকা দুধ কিনেন ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দূর্জয়। পরে তিনি সেই দুধ একজন গরীবকে দিয়ে দেন।
এই বিষয়ে মনিরুজ্জামান দূর্জয় বলেন, আল্লাহ ঘর উন্নয়নে সহায়তার জন্যই এই দুধ কিনেছি। এমন ভালো কাজে প্রতিযোগিতা করে মনে তৃপ্তি পেয়েছি।
ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরী বলেন, ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ রয়েছে। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াতে আল্লাহ বরকত মিলে। অধিক নেকের জন্য মানুষ মসজিদের জিনিস ক্রয় করে। তাছাড়া এই নিলামের অর্থ ব্যয় করা হবে মসজিদের উন্নয়ন কাজে।
এনআই


Latest News
Hashtags:   

লিটার

 | 

হাজার

 | 

Sources