ঢাক-ঢোল পিটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে অংশ নিয়েছিল চিটাগং কিংস। কিন্তু বিপিএল যত মাঠে গড়ায়, চিটাগং কিংসের অনিয়ম, পারিশ্রমিক ইস্যু তত সামনে আসে। অথচ তাদের ক্রিকেটাররা মাঠে সেরা ক্রিকেট উপহার দিয়েই দলকে ফাইনালে তুলেছিল।
Monday 3 November 2025
⁞
