Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 13 hours ago

চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি

ফরিদপুরের চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা নদীতে পড়ে যাওয়া দেড় বছরের শিশু খাদিজা আক্তারের কোনো সন্ধান মেলেনি।
রবিবার (২ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়েও শিশুটিকে খুঁজে পায়নি বলে জানায়। শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীর পাড়েই মৎস্যজীবী শাকিল সিকদারের বাড়ি। বিকেলে তার কন্যা খাদিজা পরিবারের অজান্তে নদীর পাড়ে চলে যায় এবং সেখানে ভাসানো একটি নৌকায় ওঠে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু ব্যর্থ হন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মুর্তজা জানান, “খবর পাওয়ার পর শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবল বৃষ্টির মধ্যেও পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। রবিবার সকাল থেকে ফরিদপুরের ডুবুরি দল এনে দুপুর পর্যন্ত দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করেও শিশুটিকে পাওয়া যায়নি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রায় ২০ ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান মেলেনি। এখন ট্রলারযোগে পদ্মার বিভিন্ন জলসীমায় নজরদারি চলছে, যেন শিশুটির মরদেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করা যায়।”

দুই দিন পেরিয়ে গেলেও ছোট্ট খাদিজার খোঁজ না মেলায় হাজীডাঙ্গী গ্রামে নেমেছে শোকের ছায়া। নদীপাড়ে এখনো জড়ো হয়ে আছেন স্থানীয়রা—অপেক্ষা করছেন শিশুটির কোনো খোঁজের আশায়।

এফএস


Latest News
Hashtags:   

চরভদ্রাসনে

 | 

নিখোঁজের

 | 

দ্বিতীয়

 | 

দিনেও

 | 

পদ্মা

 | 

পারের

 | 

শিশুর

 | 

সন্ধান

 | 

মেলেনি

 | 

Sources