Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 12 hours ago

দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার দুই ধারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় ডেপুটি সেক্রেটারি মো. আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদ বিভাগের ১২০ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের জন্য এই উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। শহরের অন্তত সাতটি বাজারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হবে। যদিও পূর্বে বহুবার চেষ্টা করা হয়েছে, এবার কঠোর হাতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে বিপুল পরিমাণ জমি উদ্ধার হবে এবং ভুক্তভোগী সাধারণ মানুষ উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দিনাজপুর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বক্কর সিদ্দিক জানান, এতে কিছু স্থায়ী দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ব্যবসায়ী পুঁজি হারাচ্ছেন, তাদের পুনর্বাসনের দাবি রয়েছে।
উচ্ছেদ অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান।
এনআই


Latest News
Hashtags:   

দিনাজপুরে

 | 

স্থাপনা

 | 

উচ্ছেদ

 | 

অভিযান

 | 

Sources