Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 13 hours ago

ছাত্রদল হেলমেট বাহিনীর রূপে আবির্ভাব হবে না: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বিগত সময়ে একটি ছাত্র রাজনৈতিক দল ছিল। যারা দেশের ছাত্রসমাজের কাছে হেলমেট বাহিনী হিসাবে পরিচিত ছিলো। ওরা সাধারণ ছাত্রদের মতামতকে উপেক্ষা করে রাজনীতি করেছে। ছাত্রদের কল্যাণে কখনোই কাজ করেনি। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ব্যতিক্রম। সাধারণ ছাত্রদের নিয়ে ছাত্রদল রাজনীতি করে। হেলমেট বাহিনীর মতো রাজনীতি করার সুযোগ নেই। কারন, ছাত্রদলের অভিভাবক তারেক রহমান। তিনি সবসময় ছাত্রদলকে নিবিড় পর্যবেক্ষন করে থাকেন। তাছাড়া, বর্তমান ছাত্র সমাজ। হেলমেট বাহিনীর মতো রাজনীতি পছন্দ করে না।
রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ র কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আয়োজিত নবীর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

এ্যানী চৌধুরী বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহন ছিলো। তাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। শহীদ হয়েছে ১৪৮ জন। ছাত্রদল শুধু জুলাই আন্দোলন নয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী সকল আন্দোলনে রাজপথে ছিল। ৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলো। ছাত্রদের সকল যৌক্তিক আন্দোলনে তারা রয়েছে। তবে হ্যা, কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের প্রতি আস্থা রাখেনি। কারন, গত কয়েক বছর আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুমের কারনে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছে যেভাবে পৌঁছানোর কথা ছিল। সেভাবে যেতে পারেনি। তবে ছাত্রদলের বর্তমান সময়ের কর্মকাণ্ড ছাত্রবান্ধব। আগামী দিনে, ক্যাম্পাসগুলোতে একক ম্যানডেট পাবে ছাত্রদল।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য এ্যানী বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। তাদের কল্যাণে কাজ করতে হবে। তাদের প্রত্যাশিত রাজনীতি চর্চা করতে হবে। ওদের মনমানসিকতা বুঝে ক্যাম্পাসে রাজনীতি করতে হবে। ছাত্রদলের অতীত কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। ছাত্রদের নিয়ে তারেক রহমানের আগামীর ভাবনা ছাত্রদের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে। হেলমেট বাহিনীর স্ট্যাইলে রাজনীতি করা যাবে না। নতুন কৌশল অবলম্বন করতে হবে। শিক্ষার্থীরা যেমন রাজনীতি চায়। ওই রকম রাজনীতি ক্যাম্পাসগুলোতে করতে হবে।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিকু পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ন-আহবায়ক হাছিবুর রহমান হাছিব, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুপ ভূইয়াসহ আরও অনেকে।

এফএস


Latest News
Hashtags:   

ছাত্রদল

 | 

হেলমেট

 | 

বাহিনীর

 | 

আবির্ভাব

 | 

এ্যানী

 | 

Sources