বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে গফুরের বাড়িতে যায় ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় তার হাতে নগদ ১ লক্ষ ৭৫ তুলে দেওয়া হয়। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘নিঃসন্তান অন্ধ গফুর জীবিকার তাগিদে নিজের হাতে নারু তৈরি করে ট্রেনে ঘুরে বিক্রি করেন। সংবাদ মাধ্যমে তার অসহায়দের দৃশ্য দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা বিএনপি পরিবার তার পাশে দাঁড়াতে পেরে আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কোন কারিগরি হবে কিনা, কোন ইঞ্জিয়ারিং হবে কি না এমন সংশয় এখন মানুষের মধ্যে। জুলাই জাতীয় সনদে যখন সাক্ষর করেছেন সব রাজনৈতিক দল। যখন সেই সাক্ষরিত কাগজ জমা দিয়েছে ঐক্যমত কমিশন।’তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডা: মোহাম্মদ ইউনুসকে সবাই সম্মান করে। বিএনপিসহ সব দল এই সরকারকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কাজ হবে এটা মানুষ আশা করে না।’এ সময় আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের রাজবাড়ী প্রতিনিধি এম এ খালেদ পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএম
Saturday 1 November 2025
somoyerkonthosor - 2 days ago
