দিনাজপুরের তিনটি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত দিনাজপুরের তিনটি সীমান্ত এলাকায় রাতভর অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্প চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে।
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। একই রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর বিওপি চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সদস্যরা দিন-রাত কঠোর নজরদারি রাখছে। এরই অংশ হিসেবে সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও ৪ হাজার ৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।
এনআই
Saturday 1 November 2025
somoyerkonthosor - 16 hours ago
