Sunday 2 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 24 hours ago

নড়াইলে গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় একাধিক মাদক মামলার আসামিকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি ইউসুফ শেখ (৪০)। তিনি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। শনিবার (১ নভেম্বর) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেফ ব্রিফিংয়ে এ তথ্য জানান।প্রেফ ব্রিফিংয়ে ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদ পেয়ে এসআই মাসুদুর রহমানসহ পুলিশের একটি দল উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ইউসুফ শেখকে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।ওসি আরও জানান, গ্রেপ্তার ইউসুফ শেখের নামে বিভিন্ন থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।ইখা


Latest News
Hashtags:   

নড়াইলে

 | 

গাঁজাসহ

 | 

একাধিক

 | 

মামলার

 | 

আসামি

 | 

গ্রেপ্তার

 | 

Sources