দেশের উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে নিজেদের আত্মশুদ্ধি করতে লালন দর্শনে মেতে উঠেছে ৬ শতাধিক শিশু। স্কুলে লেখাপড়ার পাশাপাশি শুক্র ও শনিবার মায়ের তরীর ৯টি গুরুগৃহে এসে লালনকে ধারণ করে আদর্শের এই সংস্কৃতি চর্চা করছে তারা। এসব শিশুদের লালনসহ লোক সঙ্গীত শেখাচ্ছে একটি মানবিক সংগঠন।
মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে , আমার ঘর খানাতে কে বিরাজ করে গানসহ লালন গানের চর্চায় নিজেদের ডুবিয়ে রেখেছে একদল শিশু। সংস্কৃতিচর্চা কেন্দ্র গুরুগৃহের আঙ্গিনায় চটি বিছিয়ে বাঁশি, দোতরা, একতারা, খমোক, সারিন্দা, তবলা, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে চলছে লালন গানের চর্চা। এই দৃশ্য কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল সিংহীমারীর একটি সংস্কৃতিচর্চা কেন্দ্রের। শুধু সিংহীমারী নয়, লোকগানের নিভৃত চর্চার আতুরঘর হয়ে উঠেছে দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে মায়ের তরী নামের সংস্কৃতিচর্চা কেন্দ্রগুলো। একেবারে প্রান্তিক গ্রামাঞ্চলে প্রতিষ্ঠা করা এই কেন্দ্রগুলোতে দর্শন সঙ্গীতে বিভিন্ন ধর্মের প্রায় ৬ শতাধিক শিশুর জীবন পরিশুদ্ধ করতে শেখানো হচ্ছে লালনগীতি, মারফতি, মুর্শিদী, পল্লীগীতি সহ আঞ্চলিক গান। বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি এসব কেন্দ্রে শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে লালন দর্শনের খুঁটিনাটিও। বিদ্যালয় ছুটির দিন চলে গানের মোহরা। আর এই লালন দর্শন ও সঙ্গীতে নিজেদের আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার কথা জানান তারা। লালন দর্শনে নিজেকে চেনা, স্রষ্টা ও সৃষ্টিকে চেনার মাধ্যমে জাত-পাত ভুলে মানুষ হয়ে উঠার কথা ভাবছে সংস্কৃতিচর্চা কেন্দ্রের কোমলমতি শিক্ষার্থীরা।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এসব গুরুগৃহে ক্লাস নেয়া হয় প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার। কাউকে শেখানো হয় বাদ্যযন্ত্র আর কাউকে শেখানো হয় গান। এসব সংস্কৃতিক কেন্দ্রে সন্তানদের ভর্তি করাতে পেরে খুশি প্রত্যন্ত গ্রামাঞ্চলের অভিভাবকরা।
নরওয়ের নাগরিক, কবি, আলোকচিত্রী ও গবেষক উয়েরা সেথের বাংলাদেশে ঘুরতে এসে শিশুদের জন্য প্রতিষ্ঠা করেন মানবিক সংগঠন মায়ের তরী । তিনি বলেন, এখানকার মানুষের লালনপ্রীতি দেখে তিনি মুগ্ধ।
এই মানবিক সংগঠনের মাধ্যমে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় চালু করা হয়েছে ৯টি মায়ের তরী সংস্কৃতিক চর্চা কেন্দ্র গুরুগৃহ । এসব কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৬ শতাধিক।এফএস
Monday 3 November 2025
somoyerkonthosor - 2 days ago
কুড়িগ্রাম ও লালমনিরহাটে লালন চর্চার আতুরঘর ‘মায়ের তরী গুরুগৃহ’
⁞
