Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 16 hours ago

নবাবগঞ্জে শিয়ালের কামড়ে আহত ৮ জন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার পুঁটিমারা ইউনিয়নের আন্দলগ্রাম সারাইপাড়া, নয়াপাড়া, চণ্ডীপুর ও বেড়ামাইল গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, আন্দলগ্রাম সারাইপাড়ার রকিব মিয়া (৬২), চড়ারহাট এলাকার এনামুল হক (৪৬) ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৩৫), ইসাহাক আলী (৪৫), আবদুল হক (৫০), হীরা (২৬), চণ্ডীপুর গ্রামের ফসি উদ্দিন (৪৫) এবং বেড়ামাইল গ্রামের সাজ্জাদ হোসেন (২৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজন শুক্রবার রাতেই বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আটটার দিকে চড়ারহাট বাজার থেকে কয়েকজন পথচারী বাড়ি ফিরছিলেন। পথে নয়াপাড়া এলাকায় একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করতে থাকে। কিছুক্ষণ পর শিয়ালটি হঠাৎ দৌড়ে এসে কয়েকজনের পায়ে ও হাঁটুর নিচে কামড় দেয়। পথচারীরা তাড়ানোর চেষ্টা করলে শিয়ালটি তাদের সঙ্গে ধস্তাধস্তিও করে। পরে সেটি পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য শেফালী বেগম বলেন, ‘একই রাতে নয়াপাড়া গ্রামের মরিয়ম বেগম নামে এক নারী বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি শিয়াল এসে তাঁর পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। প্রায় এক ঘণ্টার মধ্যে চারটি গ্রামে আটজনকে শিয়াল কামড় দেয়।’
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহাজুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত পাঁচজন রোগী হাসপাতালে আসেন। তাঁদের সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই বাড়িতে গেছেন।’
এনআই


Latest News
Hashtags:   

নবাবগঞ্জে

 | 

শিয়ালের

 | 

কামড়ে

 | 

Sources