Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 15 hours ago

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা

কক্সবাজারের চকরিয়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বর্তমানে খেতে চারা রোপণ ও গাছে আসা সবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,চলতি বছর উপজেলায় সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ১০০ হেক্টর।
জানা যায়,গত বছর সবজি বিক্রি করে চকরিয়ার কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। এ বছর শীত শুরুর আগেই ফুলকপি,মুলা, বাঁধাকপি,পটল,শিম,টমেটো, করলা,বেগুন,ধনিয়া ও লাউসহ অন্য শীতকালীন সবজি চাষ শুরু করেছেন তারা। বর্তমানে চাষিরা খেতে চারা রোপণ ও গাছে আসা সবজি পরিচর্যা করছেন।
কৃষকরা জানান,পুরো শীতের সময়েই বাজারে শীতকালীন সবজির চাহিদা থাকে। তবে মৌসুমের শুরুতে শীতকালীন সবজির ভালো দাম পাওয়া যায়। এ কারণে তারা শীত শুরু হওয়ার আগেই শীতকালীন সবজির আবাদ শুরু করে দিয়েছেন। তারা বরাবরই শাক-সবজি চাষ করে আসছেন। এতে করে তারা সফলতা পেয়েছেন।
উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তি বাজার এলাকার কৃষক একরাম বেলাভূমিকে বলেন,সবজি চাষ করে আমার সংসারে স্বচ্ছলতা এসেছে। আমরা এখন স্বাবলম্বী। এখন আমাদের শাক-সবজি বিক্রির জন্য হাটবাজারে যেতে হয় না। খেত থেকেই পাইকাররা ন্যায্য দামে কিনে নিয়ে যায়। দামও ভালো পাওয়া যায়। এখানে প্রায় সব ধরনের শাক-সবজি চাষ হয়।
উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদ এলাকার কৃষক সাদেক বেলাভূমিকে বলেন,আমি দুই বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করেছি। ১ লাখ ৩০ হাজার টাকা মতো খরচ হচ্ছে। দাম ভালো পেলে ১ লাখ টাকার মতো লাভ থাকবে। এখন খেত পরিচর্যা কাজে ব্যস্ত। এই সবজি বিক্রি করে আমার সংসার ভালোভাবে চালাতে পারছি। কৃষি বিভাগ থেকে যদি সহযোগিতা বাড়ানো হয় ভবিষ্যতে সবজি চাষ বাড়িয়ে দেব।
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বেলাভূমিকে বলেন,আগাম শীতকালীন সবজির দাম বাজারে সবসময় ভালো পাওয়া যায়। কৃষকরা আগাম বিভিন্ন ধরনের শাক-সবজি চাষে বেশি আগ্রহী হচ্ছেন। শীতকালীন সবজিতে বিভিন্ন ধরনের পোকা ও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। আমরা মাঠে থেকে সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি,যাতে করে কৃষকদের ফসলের কোনো ক্ষতি না হয়।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ ফেরদৌসী বেলাভূমিকে বলেন,এ মৌসুমে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে শাকসবজি আবাদের টার্গেট রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ২ শত ৮০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৯০ জন কৃষক কে আমরা আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করেছি।
এনআই


Latest News
Hashtags:   

শীতকালীন

 | 

ব্যস্ত

 | 

চকরিয়ার

 | 

কৃষকরা

 | 

Sources