মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ২০২৫ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই আর্জেন্টাইন তারকা নতুন করে আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন।চুক্তি অনুযায়ী, আগের মতোই মেসি এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে থাকছেন। বেতন ও সাইনিং বোনাসসহ বছরে তিনি আয় করবেন প্রায় ২০.৪৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকারও বেশি।সম্প্রতি মেজর লিগ সকার প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) ২০২৫ মৌসুমের ফুটবলারদের বার্ষিক বেতনের তালিকা প্রকাশ করেছে। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় হিসেবে রয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন, যিনি টটেনহ্যাম ছেড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন। তার আয় বছরে ১১.১৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৩৬ কোটি টাকা।তৃতীয় স্থানে আছেন মেসির সতীর্থ সার্জিও বুসকেটস, যার বেতন ৮.৭৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১০৭ কোটি টাকা)। এই স্প্যানিশ মিডফিল্ডার চলতি মৌসুম শেষে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।ইন্টার মায়ামির আরেক তারকা ও সাবেক বার্সেলোনা ডিফেন্ডার জর্দি আলবা আছেন বেতনের দিক থেকে শীর্ষ দশে, তিনিও মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন। তবে নতুন যোগ দেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এখনো শীর্ষ দশে জায়গা করে নিতে পারেননি।এমএলএসে শীর্ষ পাঁচে থাকা অন্য দুই খেলোয়াড় হলেন আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন এবং সান দিয়েগো এফসির হার্ভিং লোজানো।
আরডি
Saturday 1 November 2025
somoyerkonthosor - 21 hours ago
