আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো বাস্তবতা এখন নেই।
রাজধানী আগারগাঁওয়ে বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভিপি নুর বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে সিইসির সঙ্গে দেখা করেছি। রোডম্যাপ ধরে কাজ ভালোই এগোচ্ছে জেনেছি।
ইসিকে মেরুদণ্ড শক্ত রাখার পরামর্শ দিয়ে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, ইসিকে সিদ্ধান্ত নেওয়ার মেরুদণ্ড সোজা রাখতে হবে। নির্বাচনের সংলাপে ফ্যাসিবাদের দোষরদের রাখা যাবে না।
নিজ দলের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে নুর বলেন, এই মুহূর্তে একটি উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আমরা সারা দেশে সংগঠন সম্প্রসারণে কাজ করছি। ৩০০ আসনে প্রার্থী বাছাই, তাদের পরিচিত করা ও গণসংযোগ জোরদারের কাজ চলছে। আপাতত কারও সঙ্গে জোট গঠনের বিষয়ে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে আলোচনা চলছে।
এফএস
Saturday 1 November 2025
somoyerkonthosor - 2 days ago
