Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 2 days ago

গণক্ষমা চেয়ে অনুশীলনে ভিনিসিয়ুস

সান্তিয়াগো বার্নাব্যুর এল ক্লাসিকো ছিল রোমাঞ্চে ভরা। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ৭২ মিনিটে হঠাৎ কোচ জাবি আলোনসো তাঁকে তুলে নিলে রীতিমতো বিস্ফোরণ ঘটান ব্রাজিলিয়ান এই উইঙ্গার। মাঠ ছাড়ার সময় বিরক্তি প্রকাশ করেন তিনি। এমনকি ‘টানেলের ভেতর দিয়ে বের হওয়ার সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি দল ছেড়ে যাচ্ছি।’এখানেই শেষ নয়। ম্যাচ শেষে বার্সার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের দিকে তেড়ে যাওয়া এবং জাতীয় দলের সতীর্থ রাফিনিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোয় সমালোচনার মুখে পড়েন ভিনিসিয়ুস।তবে পরদিন অনুশীলনের আগে ভিন্ন চেহারায় দেখা গেল তাঁকে। কোচ, সতীর্থ এমনকি ক্লাব প্রেসিডেন্টের কাছেও নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ভক্তদের কাছেও অনুতপ্ত ভিনিসিয়ুস লিখেছেন, ‘আমাকে বদলি নেওয়ার পর প্রতিক্রিয়ার জন্য সব মাদ্রিদ সমর্থকের কাছে দুঃখিত। অনুশীলনের সময় আমি আমার সতীর্থদের, কোচ ও সভাপতির কাছেও ক্ষমা চেয়েছি। কখনও কখনও আবেগ আমাকে প্রভাবিত করে, কারণ আমি সব সময় জিততে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, রিয়াল মাদ্রিদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’তবু এই ঘটনার পর রিয়াল মাদ্রিদের সহনশীলতা যেন কিছুটা কমে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ক্লাব এখন ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রির কথাও ভাবছে।
আরডি



Latest News
Hashtags:   

গণক্ষমা

 | 

অনুশীলনে

 | 

ভিনিসিয়ুস

 | 

Sources