Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 15 hours ago

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ মারিশ্যা বিট কাম চেকস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি।
রবিবার (২ নভেম্বর) বিজিবি সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় আমান উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাঠ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৫৩.২৩ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করে।জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩,০৬,৪৬০ টাকা (তিন লক্ষ ছয় হাজার চারশত ষাট টাকা মাত্র)।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন,“মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।”এনআই


Latest News
Hashtags:   

বাঘাইছড়িতে

 | 

বিজিবির

 | 

অভিযানে

 | 

সেগুন

 | 

Sources