রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলালকে প্রায় তিন মাস আগে মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। রূপলাল যেদিন মারা যান, তার পরের দিন বড় মেয়ে নূপুর রানীর বিয়ের দিন ঠিক করার কথা ছিল। দীর্ঘ শোকের পর অবশেষে সেই মেয়ের বিয়ে হলো আজ।
Monday 3 November 2025
risingbd - 17 hours ago
বিয়ের শাড়ি পরে সেই রূপলালের মেয়ে বললেন, ‘বাবাকে হত্যার বিচার চাই’
⁞
