Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 21 hours ago

আমতলীতে আলোচিত শিক্ষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

বরগুনার আমতলীতে শিক্ষক অপহরণ ও চাঁদাবাজির আলোচিত মামলার অন্যতম আসামি তোতা তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তোতা তালুকদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আমতলী ও তালতলী থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। রবিবার (২ অক্টোবর) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।আমতলী থানার তদন্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি তোতা তালুকদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে পটুয়াখালী র‍্যাব-৮ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, তোতা তালুকদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আমতলী ও তালতলী থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে সন্ত্রাসী মিজানুর রহমান ও আবুল কালাম আজাদ (নয়া তালুকদার)সহ একাধিক সহযোগী আমতলীর চরকগাছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামকে বিদ্যালয়ের হোস্টেল থেকে আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণ করেন। পরে তাকে ঘোপখালী এলাকার একটি কলা বাগানে নিয়ে লোহার রড দিয়ে রাতভর নির্যাতন চালানো হয়।ঘটনার এক সপ্তাহ পর ভুক্তভোগী শিক্ষক রফিকুল ইসলাম আমতলী থানায় মিজানুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, আবুল কালাম আজাদ (নয়া মিয়া), তোতা তালুকদার ও সেলিম তালুকদার।ইখা


Latest News
Hashtags:   

আমতলীতে

 | 

আলোচিত

 | 

শিক্ষক

 | 

অপহরণ

 | 

মামলার

 | 

আসামি

 | 

গ্রেপ্তার

 | 

Sources