চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাকিব (১৯) নামের এক যুবক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের নড়ালিয়া এলাকায় একটি কৃষি জমিতে ফুটবল খেলতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত শাকিব ওই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদপুর ইউনিয়নের নড়ালিয়া এলাকায় সহপাঠিদের সাথে ফুটবল খেলতে যায়। খেলতে খেলতে সে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিবের চাচা মোঃ আলমগীর বলেন, তীব্র রোদের মধ্যে ফুটবল খেলতে খেলতে এক পর্যায়ে আমার ভাতিজা মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় তার মুখ দিয়ে রক্ত বের হয়। মাটিতে লুটিয়ে পড়ার আগে সে সহপাঠীদের কাছে পানি চেয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সে মারা যায়।
এদিকে তার মৃত্যুতে এলাকার মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ন্যান্সিনা বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সে মারা যায়।
এনআই
Saturday 1 November 2025
somoyerkonthosor - 17 hours ago
