ভোলার লালমোহনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (১৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজীর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত সিয়াম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মুন্সি বাড়ির মো. বাবুল মুন্সির ছেলে। তিনি স্থানীয় একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়ামের নানীর মৃত্যুর খবর শুনে তার জানাজায় অংশ নিতে সিয়াম ও তার বাবা এবং মা মোটরসাইকেল যোগে মৃতের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের মোটরসাইকেলটি ফরাজীর দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা সিয়াম আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফএস
Saturday 1 November 2025
somoyerkonthosor - 2 days ago
