Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 2 days ago

বাঘায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কলেজ শিক্ষার্থী ইয়ামিন

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিডিএমএ ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) যোহর নামাজের আগ মুহূর্তে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর জামে মসজিদের উত্তর দিকের বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্যবোঝাই ট্রাক (খুলনা মেট্রো-ড-১১-০৩৮৮)টি আড়ানীর দিকে যাচ্ছিল এবং ইয়ামিনের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে বাঘার দিকে আসছিল। বাঁক ঘুরতে গিয়ে ট্রাকের পাশ কাটাতে গিয়ে ধাক্কা লাগে। এতে ইয়ামিন ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত ইয়ামিন বাঘা পৌরসভার মিলিকবাঘা (জিরো পয়েন্ট) এলাকার মৃত ইউসুফ বিন মুসার ছেলে। তিনি বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এবং যুবদল নেতা আলামিনের ভাতিজা। ইয়ামিন ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় তানভীর জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ইয়ামিনের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম আছাদুজ্জামান বলেন, পণ্যবোঝাই ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই


Latest News
Hashtags:   

বাঘায়

 | 

দুর্ঘটনায়

 | 

মৃত্যুর

 | 

সঙ্গে

 | 

পাঞ্জা

 | 

শিক্ষার্থী

 | 

ইয়ামিন

 | 

Sources