Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 7 days ago

সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেছেন, এসব ব্যাংক হিসাবে বর্তমানে ৩৮ লাখ ৮১ হাজার টাকা স্থিতি রয়েছে।ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন।আবেদনে বলা হয়েছে, ‘সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, কিবরিয়া মজুমদারের নামে থাকা পাঁচটি সচল ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এবং বর্তমানে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা স্থিতি রয়েছে।কিবরিয়া মজুমদার বর্তমানে জেল হাজতে আটক থাকলেও তার পক্ষে পরিবারের অন্য কেউ উক্ত অর্থ উত্তোলন করে গোপনে পাচার করতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। কারণ, পরিবারের অন্য কেউ অর্থ উত্তোলন বা পাচার করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।সূত্র : বাসসইখা


Latest News
Hashtags:   

সাবেক

 | 

যুগ্ম

 | 

কিবরিয়ার

 | 

ব্যাংক

 | 

হিসাব

 | 

অবরুদ্ধ

 | 

Sources