Thursday 30 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

টাঙ্গাইলে গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাশেদ মিয়া (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত রাশেদ মিয়া নীলফামারীর সৈয়দপুর নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি বড় কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বটগাছে আঘাত হানে। এতে চালক রাশেদ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব হোসেন বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি থানার পাশে গাছে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ ও কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দূর্ঘটনার পর সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।’ইখা


Latest News
Hashtags:   

টাঙ্গাইলে

 | 

গাছের

 | 

সঙ্গে

 | 

কাভার্ড

 | 

ভ্যানের

 | 

ধাক্কায়

 | 

Sources