Thursday 30 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 4 days ago

বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ

বরিশাল কাশিপুর মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিল ভবন মালিকের ভাড়ার গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-৩ বরিশাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার নিয়োগ দিয়ে দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ, কমদামি সিগারেট বিক্রি ও মজুত করে আসছিল। যা গোপনে বিভিন্ন জেলা ও উপজেলার দোকানগুলোতে বিক্রি করা হয়।
অভিযানকালে নকল ব্যান্ডরোল যুক্ত প্রায় ৫০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টুনে রয়েছে ১০ হাজার পিস সিগারেট। লাল ও লীল রঙের দুই প্রকার সিগারেটের প্রতি প্যাকেটের মূল্য লেখা রয়েছে ১২০ টাকা। সে হিসেবে জব্দকৃত অবৈধ সিগারেটের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম খান ও সাজ্জাদ আলম জানান, কাস্টমস বিধি অনুযায়ী এসব পণ্য আটক দেখিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে আসার আগেই গোডাউনে লোকজন সরে যায়। রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে, এমন তথ্য পেয়ে সরেজমিন পরিদর্শনে আসলে ব্যবসায়ী বা স্টাফ কাউকেই পাওয়া যায়নি। এখন আইনের নিয়মানুযায়ী যাচাই-বাছাই করা হবে। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করার পর ভবন মালিক ও স্থানীয় বরিশাল বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় সাংবাদিকদের উপস্থিতিতে তালা ভেঙে এসব মালামাল জব্দ করা হয়।
সহকারী রাজস্ব কর্মকর্তা নূর মোহাম্মদ ও আরিফুল ভুঁইয়া বলেন, অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নকল ও কর ফাঁকির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। অভিযানের সময় বরিশাল বিমানবন্দর থানার এসআই বাসুদেব, এএসআই বাবুল সহ কনস্টেবল মিজান ও আলমগীর উপস্থিত ছিলেন।
খান মঞ্জিলের মালিক নূরুজ্জামান বলেন, তার ছেলে সোলায়মান ২ বছরের চুক্তিতে চলতি বছরের জুন মাসে তাদের বসতঘরের সামনে ভবনটি মাস প্রতি ৮ হাজার টাকায় ভাড়া দেয়। ভাড়াটিয়ারা পিকআপে কার্টুন ভর্তি মালামাল আনা-নেওয়া করে। এর বেশি কিছুই জানেন না তিনি।
গোডাউনের ম্যানেজার কায়সার বলেন, আমি বেতনভুক্ত কর্মচারী। কাস্টমস আর কোম্পানি ভাল বলতে পারবে সিগারেট আসল না নকল।
এনআই


Latest News
Hashtags:   

বরিশালে

 | 

প্রায়

 | 

টাকার

 | 

সিগারেট

 | 

Sources