মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর সাতকানিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৭৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার   (৪ নভেম্বর) রাত ২ টায় ডাকাতির এ ঘটনাটি ঘটে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল বাসার গ্রিল কেটে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮০ ণাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।সিরাজুল ইসলামের ছেলে মামুন (৩৬) বলেন, ‘ডাকাতরা জানালার গ্রিল কেটে রুমের ভেতরে প্রবেশ করে । তারা মূল গেট খুলে ২০/২৫ জন রুমে ঢুকে বাবা মাকে বেধে পিস্তল মাথায় ধরে রাখে। আমার মা ভয়ে তাদের হাতে চাবি দিলে তারা ৩৫ ভরি স্বর্ণ ও নগদ কয়েক লাখ টাকা নিয়ে যায়। এ সময় তারা তিনটি মোবাইল ভেঙে ফেলে। যাওয়ার সময় বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে যায় আমাদের ক্ষমা করে দেন আমরা চাপে পড়ে এই কাজটি করতে বাধ্য হয়েছি।’গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছি। অতি দ্রুত ডাকাতচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নিবো।’ইখা
				Tuesday 4 November 2025			
						
		somoyerkonthosor - 7 hours ago 
গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকে লাভ হয়েছে দেড় কোটি টাকারও বেশি
- arthosuchak⁞
