Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 1 days ago

৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর

বলিউডের ‘বাদশাহ’, ‘কিং খান’, ‘রোমান্স কিং’ সব উপাধির মালিক– শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষে ভারতে চলছে ‘শাহরুখ খান বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল’। দর্শকরা বড়পর্দায় আবারও দেখতে পাচ্ছেন রাহুল, রাজ ও কবির খানের জাদু।তবে জন্মদিনের এ উৎসবে নতুন মাত্রা যোগ করল তার প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর টাইটেল ঘোষণা। এক মিনিট ১২ সেকেন্ডের ‘কিং’-এর টাইটেল ঘোষণার ভিডিও শাহরুখ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।ক্যাপশনে লিখেছেন, ‘শ দেশ ম্যাঁয় বদনাম, দুনিয়া নে দিয়া সির্ফ এক হি নাম কিং’। ‘সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।’- আরও লেখেন শাহরুখ।ভিডিওতে বলিউড বাদশাকে দেখা দেখা গেছে- দুর্দান্ত অ্যাকশন মুডে। সাদা চুল, নাকে রক্ত ও মুখে কামড় দিয়ে রেখেছেন তাসের রাজাকে- এভাবেই কিং-এ নিজেকে উন্মোচন করেন শাহরুখ। পরে দৃশ্যে ব্যাগ কাঁধে, বাজছে ব্রাকগ্রাউন্ড মিউজিক ‘এসআরকে’ -এমন স্টাইলিশ লুকে ধরা দেন বলিউড বাদশাহ।টাইটেল টিজারে শাহরুখের গম্ভীর কণ্ঠে ‘ভয়েসওভার’ শোনা যায়। তিনি বলেন, ‘কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক, কখনও জিজ্ঞেস করিনি। শুধু দেখেছি তাদের আজ শেষ দিন।’কিং এর টিজারে বলা হয়, কিং শাহরুখ খানের নতুন এক এক্সপেরিয়েন্স। যা ২০২৬ সালে বড়পর্দায় মুক্তি পাবে।বেশকিছু দিন ধরে দর্শক ও ভক্তরা শাহরুখের কিং ছবিটির প্রতিটি খবরে ব্যাপক কৌতূহল দেখাচ্ছেন। সময়ের সঙ্গে সিনেমাটির উন্মাদনা বেড়ে চলছিল। জন্মদিনে কিং এর টাইটেল ঘোষণা দিয়ে শাহরুখ ভক্তদের যেন উপহার দিলেন। শুধু নাম ঘোষণা না, সংক্ষিপ্ত দৃশ্যও শাহরুখ খানকে দেখিয়ে দর্শকদের চমকও দিলেন নির্মাতা প্রতিষ্ঠান।এদিকে শাহরুখকে এমন ঝকঝকে স্মার্ট লুকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। কয়েক মিনিটে হাজার মন্তব্যে ভরে ওঠে কমেন্টস বক্স।কিং ছবি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তিনি পাঠান ও ওয়ার পরিচালনা করেন। এই সিনেমায় শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা।এইচএ


Latest News
Hashtags:   

জন্মদিনে

 | 

টাইটেল

 | 

উন্মোচন

 | 

বলিউড

 | 

বাদশাহর

 | 

Sources