Tuesday 4 November 2025			
						
		somoyerkonthosor - 3 days ago 
আমতলীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
বরগুনার আমতলী উপজেলার কুয়াকাটা মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণপুর এলাকায় এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০১ নভেম্বর) সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনো পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আমতলী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. জুয়েল গাজী জানান, খবর পেয়ে আমি ও সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনাস্থলে যাই। পরে পুলিশ এসে লাশটি থানার হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাস ধরে ওই নারী এলাকায় অবস্থান করছিলেন। বিভিন্ন সময় এলাকাবাসী তাকে খাবার দিতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কল্যাণপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।
এসআর
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকে লাভ হয়েছে দেড় কোটি টাকারও বেশি
- arthosuchak⁞
