ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্য’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।এনিয়ে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, খেলাফতে ছাত্র মজলিস সহ অন্যান্য সংগঠন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিশিয়াল পৃথক বিবৃতির মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।মৃত্যুর খবরে আজ (৩১ অক্টোবর) গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্য গত ৩ অক্টোবর (২০২৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত বুধবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) চিকিৎসাধীন অবস্থায় পানিশূন্যতা ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি পরলোকগমন করেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলায়।এতে তার অকাল মৃত্যুতে ছাত্র সংগঠনগুলো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
এসএম
Sunday 2 November 2025
somoyerkonthosor - 2 days ago
ইবি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠনের শোক
স্ট্যান্ডার্ড চার্টার্ডের উদ্যোগে ‘এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স সলিউশন’, অংশীদারিত্বে ব্র্যাক ব্যাংক
- arthosuchak⁞
