নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহীন।জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মগবাজার রেলগেট এলাকায় মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। এসময় পুলিশের সিটিটিসি ইউনিট অভিযান চালিয়ে সংগঠনটির ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে, তন্মধ্যে ইবি শাখা ছাত্রলীগ নেতা মেজবাহুল ইসলামও রয়েছেন।ক্যাম্পাস সূত্রে জানা যায়, মেজবাহুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন।অভিযোগ— জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেন মেজবাহ। ১৪ জুলাই রাতে ‘রাজাকার রাজাকার’ স্লোগান দেওয়া শিক্ষার্থীদের দেখে নেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি। এছাড়া ক্যাম্পাসে থাকাকালীন সময়ে নারীদের উত্যক্ত করা, গণরুম শিক্ষার্থীদের নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসএম
				Tuesday 4 November 2025			
						
		somoyerkonthosor - 4 days ago 
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার
⁞
