ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ও বসুন্ধরা কিংসের পর এবার ফিফার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইরানের ফুটবলার মিসাম শাহ’র পাওনা অর্থ পরিশোধ না করার অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।গত ২৯ অক্টোবর (বুধবার) ফিফা থেকে পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি জানানো হয়। ২০২২-২৩ মৌসুমে সাদা-কালো জার্সিতে খেলেছিলেন ইরানি মিডফিল্ডার মিসাম শাহ।চুক্তি অনুযায়ী সম্পূর্ণ পারিশ্রমিক না পেয়ে তিনি ফিফার কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ফিফা তদন্ত শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করে। বকেয়া অর্থ ও জরিমানা পরিশোধ না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।মোট পাওনার পরিমাণ প্রায় ৬০ হাজার মার্কিন ডলার। এই অর্থ পরিশোধ না করা পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া দুই স্তরেই মোহামেডান নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না। নিষেধাজ্ঞাটি টানা তিনটি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত কার্যকর থাকবে।
আরডি
Monday 3 November 2025
⁞
