দীর্ঘদিনের দাবির পর অবশেষে শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় পরীক্ষার ফি কমানোর পথে হাঁটছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে পরীক্ষার ফি হ্রাসের প্রাথমিক সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ সংশ্লিষ্ট শাখার প্রধানরা। শিক্ষার্থীদের প্রতিনিধি দলও বৈঠকে অংশ নেয় এবং তাদের প্রস্তাব তুলে ধরে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষার ফি কমানোর দাবিতে লিখিত অভিযোগ ও প্রস্তাব আসছিল। সেই প্রস্তাব পর্যালোচনা করেই ফি হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে।এক কর্মকর্তা জানান, এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। ঘোষণার আগে কলেজ অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তাবটি চূড়ান্ত করা হবে।তবে চলমান পরীক্ষার ফি এই সিদ্ধান্তের আওতায় আসবে না। যেসব শিক্ষার্থী ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে ফি অপরিবর্তিত থাকবে। নতুন সিদ্ধান্ত কার্যকর হবে অনার্স চতুর্থ বর্ষ, পাস কোর্স দ্বিতীয় বর্ষ এবং পরবর্তী সব পরীক্ষায়।বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে এবং তাদের পড়াশোনায় উৎসাহ বাড়াবে।
আরডি
				Tuesday 4 November 2025			
						
		somoyerkonthosor - 5 days ago 
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত
⁞
