Sunday 2 November 2025
somoyerkonthosor - 3 days ago
অনৈতিক সম্পর্কের অভিযোগে তরুণ-তরুণীর কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় অনৈতিক কাজে যুক্ত থাকার অপরাধে এক তরুণকে ৩ মাস ও এক বিধবা নারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার কুণ্ডুপাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান। এ সময় আদালত অনৈতিক কাজে জড়িত থাকায় ২২ বছর বয়সী এক তরুণকে ৩ মাস এবং ৪০ বছর বয়সী নারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান বলেন, ১৮৬০ দণ্ডবিধির ২৯৪ ধারায় অশ্লীল ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ওই তরুণ ও নারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
এসআর
