Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 4 days ago

ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী


ভোলার বোরহানউদ্দিনে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া ভোলা প্রতিনিধি পরাণ আহসানের উপর হামলার ঘটনায় করা মামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি আসামী। এতে হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে আহত সাংবাদিক পরাণ আহসান দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে, গেল সোমবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের দরুন বাজার এলাকায় জায়গা জমি নিয়ে দু পক্ষের সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণ করার সময় ওই ইউনিয়নের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিক পরাণ আহসানের উপর হামলা চালায়। দুই দফায় হামলার পর স্থানীয়রা ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
এরপর ঘটনার দিন রাতেই সাংবাদিক পরাণ আহসান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং ৬ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা করার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে চরম হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ।
সাংবাদিক পরাণ আহসান সময়ের কণ্ঠস্বরকে জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার উপর প্রকাশ্যে হামলা করেছে। হামলার ঘটনায় করা মামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার করা হয়নি কোন আসামী। এতে তিনি চরম হতাশা প্রকাশ করেছেন।
তবে পুলিশ বলছে, সাংবাদিকের উপর হামলার ঘটনায় করা মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার করতে বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে জানিয়ে আশ্বাস দিয়েছেন পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান জানান, আসামীদের গ্রেফতার করতে আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।
এসআর


Latest News
Hashtags:   

ভোলায়

 | 

সাংবাদিকের

 | 

হামলা

 | 

দিনেও

 | 

গ্রেফতার

 | 

আসামী

 | 

Sources